ইতালির সিসিলিতে যাচ্ছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড

প্রথম পাতা » ছবি গ্যালারি » ইতালির সিসিলিতে যাচ্ছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



ইতালির সিসিলিতে যাচ্ছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড

আর মাত্র কিছুদিন পরে অনুষ্ঠিত হতে চলেছে ৬৯তম তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যাল। আর সেখানেই নিজের অভিনীত ‘ইন দ্য ফায়ার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য হাজির হতে চলেছেন অ্যাম্বার হার্ড।

সিনেমার এ বড় জমকালো আসর বসতে চলেছে ইতালির সিসিলিতে। আর সেখানেই দীর্ঘদিন মিডিয়ার আড়ালে থাকার পর গ্ল্যামার জগতে আবারও ফিরতে চলেছেন অভিনেত্রী।

আমেরিকার সংবাদমাধ্যম ডেডলাইন হলিউডের বরাতে জানা যায়, ‘অ্যাকোয়াম্যান’খ্যাত এ অভিনেত্রী তার ‘ইন দ্য ফায়ার’ সিনেমায় অভিনয় করেছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে।

এ সিনেমার পরিচালক কনর অ্যালিন এবং সহ-অভিনেতা এডুয়ার্ডো নরিগো। তাদেরও অংশগ্রহণ করার কথা রয়েছে অনুষ্ঠানটিতে।

জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর সিনেমা নিয়ে এবারই প্রথম ইতালিতে পাড়ি জমাবেন অ্যাম্বার। সেখানে চলচ্চিত্র ফেস্টিভ্যাল শুরু হবে ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত।

আর সেখানেই তেট্রো অ্যান্টিকো ডি তাওরমিনায় ২৪ জুন প্রিমিয়ার হবে অলৌকিক থ্রিলার ধর্মী সিনেমা ‘ইন দ্য ফায়ার’।

বাংলাদেশ সময়: ১৩:১৭:১০   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ