দিনাজপুরের বিরলে ভারতে অনুপ্রবেশের সময় সীমান্ত থেকে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৪ অক্টোবর) ভোর ৫টায় বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম ৩৩১/৪ এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন: দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুর্সিদহাট মিলরোড এলাকার শ্রী রামা রায়ের ছেলে মেগনেট রায় (২৫), নীলফামারী জেলায় পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।
বিজিবি জানায়, আটকরা দালাল চক্রের মাধ্যমে শুক্রবার ভোরে অবৈধভাবে কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম ৩৩১/৪ এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে কিশোরীগঞ্জ কোম্পানির কমান্ডার নায়েক সাহাদত ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির আওতাধীন বিরল উপজেলার নোনাগ্রামের সীমান্ত পিলার ৩৩১/৪-এসের কাছে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নীলফামারী ও দিনাজপুর জেলার ২ জনকে আটক করা হয়েছে। আটকদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।’
বাংলাদেশ সময়: ১৫:০৮:৪৪ ২৩ বার পঠিত