উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪



উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের সব উপদেষ্টা অংশ নেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সভাপতিত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে যান প্রধান উপদেষ্টা। সাধারণ অধিবেশনে ভাষণ, বিভিন্ন দেশ-আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান করে গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে ফেরেন তিনি। এরপর আজ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো।

এদিকে শনিবার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করবে অন্তর্বর্তীকালীন সরকার। সংলাপে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪৫   ২৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ