গার্মেন্টকর্মী হত্যায় রিমান্ডে সালাম মুর্শেদী

প্রথম পাতা » আইন-আদালত » গার্মেন্টকর্মী হত্যায় রিমান্ডে সালাম মুর্শেদী
বুধবার, ২ অক্টোবর ২০২৪



গার্মেন্টকর্মী হত্যায় রিমান্ডে সালাম মুর্শেদী

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালত রিমান্ড আবেদন নিয়ে শুনানি হয়।

রাজধানীর আদাবর থানায় করা গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।

জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতিও ছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতোই পালিয়ে ছিলেন আব্দুস সালাম মুর্শেদী।

বাংলাদেশ সময়: ১৭:০৫:১৮   ১১ বার পঠিত  




আইন-আদালত’র আরও খবর


বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ
স্ত্রী-সন্তানসহ সাবেক ৫ এমপির বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে যথাযথভাবে আইনগত আহ্বান জানানো হবে : টবি ক্যাডম্যান
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার



আর্কাইভ