আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারি » আল কোরআন ও আল হাদিস
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা নিসা,মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪
৬০. নিশ্চয় সদকা হচ্ছে শুধু গরীবদের এবং অভাবগ্রস্তদের, আর সদকা (আদায়ের) কাজে নিযুক্ত কর্মচারীদের এবং মন রক্ষা করতে (অভিপ্রায়) হয় (তাদের) আর গোলামদের আযাদ করার কাজে এবং ঋণগ্রস্তদের ঋণ (পরিশোধ করতে) আর জিহাদে (অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের জন্য) এবং মুসাফিরদের সাহায্যার্থে। এ হুকুম আল্লাহর পক্ষ হতে, আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়।

আল হাদিস
৬৬। আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু মূসা (রা) ভীষণ রোগ যন্ত্রণায় বেহুঁশ হয়ে পড়েন, তখন তাঁর মাথা পরিবারস্থ কোন এক মহিলার কোলে ছিল। মহিলাটি বিলাপ করছিল। কিন্তু তার বিলাপ বন্ধ করার মত ক্ষমতা আবু মূসার ছিল না। অতঃপর তিনি যখন চেতনা লাভ করলেন, তখন বললেন, রাসূলুল্লাহ (সা) যাদের জিম্মাদারী ত্যাগ করেছেন, তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। কেননা, যে সমস্ত লোক শোকে অধীর হয়ে বিলাপ করে, মাথা মুড়িয়ে ফেলে এবং জামাকাপড় ছিঁড়ে ফেলে, তাদের সাথে রাসূলুল্লাহ (সা) সম্পর্ক ছিন্ন করেছেন।
(বুখারী-কিতাবুল জানায়িয)

বাংলাদেশ সময়: ১২:৫৯:৪৩   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ