কাজ করার জন্য কোনো মাধ্যমই ছোট নয়, তা আবারও প্রমাণ করে দিলেন টালিউড অভিনেত্রী উষসী রায় ও পরিচালক রাজ চক্রবর্তী। আর তাই ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় আসতে চলেছে এ জুটির নতুন সিরিয়াল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, টালিউডের জনপ্রিয় সিনেমা পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরেই ছোট পর্দায় ফিরছেন উষসী।
পারিবারিক গল্পে নির্মিত হওয়া নতুন সিরিয়াল পরিচালনায় থাকবেন রাজ। রাজের পরিচালনায় অভিনেত্রী উষসীর নায়ক হিসেবে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে। উষসীর মতো তেমন জনপ্রিয় না হলেও টিভি পর্দায় পরিচিত মুখ সুস্মিত।
নতুন মুখের সঙ্গে অভিনয় করতে বরাবরই অপছন্দ নয় উষসীর। তার মতে, প্রত্যেকে পেশাজগতে নতুন থাকেন। কাজ করতে করতে প্রতিষ্ঠা পান। আমিও এক সময় নতুন ছিলাম, এখন প্রতিষ্ঠিত। তাই নতুন মুখের সঙ্গে কাজ করতে আমার মানা নেই।
জানা যায়, স্টার জলসার নতুন এই সিরিয়ালের কাজ খুব শিগগিরই শুরু হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে দুর্গা পূজার আগেই নতুন সিরিয়ালের প্রচার ঝলক শুট হবে। তবে এ বিষয়ে পরিচালক রাজ এখন পর্যন্ত অবশ্য কোনো মন্তব্য করেননি।
বাংলাদেশ সময়: ১৫:৩৫:৩৬ ২৪ বার পঠিত