জেলায় আজ “রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” শীর্ষক প্রতিপাদ্যে নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে লালমনিরহাট কালেক্টরেট সম্মেলন কক্ষে যৌথভাবে এক আলোচনাসভার আয়োজন করে জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)।
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা টিআইবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক, জেলা তথ্য কর্মকর্তা সৌমিক রায় প্রমুখ।
সভায় বক্তারা যেকোনো মানুষের চাহিদার প্রেক্ষিতে তথ্য প্রাপ্তির পথ সুগোম করার বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৭:০১:৪২ ১৪ বার পঠিত