রাঙ্গামাটিতে ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

প্রথম পাতা » চট্রগ্রাম » রাঙ্গামাটিতে ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে
সোমবার, ১২ জুন ২০২৩



রাঙ্গামাটিতে ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১৮ জুন জেলায় ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাস খীসা।
আজ সোমবার বেলা ১২টায় রাঙ্গামাটিতে অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টেশনে তিনি এসব তথ্য জানান।
রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা,স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বেলা ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন ডা: মো: আবু ফয়সল, দৈনিক গিরিদর্পণ সস্পাদক সাংবাদিক এ কে এম মকছুদ আহমদ, প্রেস ক্লাবের সভাপতি মো : সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো : আনোয়ার আল হক, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
আগামী ১৮ জুন রাঙ্গামাটি পার্বত্য জেলায় ১হাজার ৩১৫টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৯হাজার ৩৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ বয়সী ৭১ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪৩   ৯৪ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
আগামী ১৪ মে কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন : ফারুক ই আজম
বাংলাদেশে উগ্রপন্থিদের সুযোগ দেওয়া হবে না : মাহফুজ আলম
সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
তীব্র কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের আভাস



আর্কাইভ