রাজধানীতে হুইস্কি ও বিয়ারসহ দুজন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজধানীতে হুইস্কি ও বিয়ারসহ দুজন গ্রেফতার
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



রাজধানীতে হুইস্কি ও বিয়ারসহ দুজন গ্রেফতার

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে হুইস্কি ও বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টায় নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. ইমরান হোসেন রাজ ও মো. বশির। এসময় তাদের হেফাজত থেকে দুই বোতল হুইস্কি, ৪৯ ক্যান বিয়ার ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্ধ করা হয়।

ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে নিউমার্কেট থানার নিউমার্কেট ক্রসিংয়ে সেনাবাহিনীর সাথে যৌথভাবে চেকপোস্ট ডিউটি করছিল থানার একটি টিম। ভোরের দিকে নীলক্ষেত ইসলামিয়া বই মার্কেট বণিক সমিতি লিমিটেডের সামনে একটি স্কুটিকে সন্দেহ হলে থামার জন্য সংকেত দেয়া হয়। সংকেত অমান্য করে না থেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই আরোহীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে স্কুটিতে থাকা একটি বস্তা তল্লাশি করে দুই বোতল হুইস্কি ও ৪৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত মাদক বিক্রির জন্য স্কুটিতে করে নিয়ে যাচ্ছিল এবং তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:১৪:১৩   ১৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ