আশুলিয়ায় শ্রমিকদের উসকানির অভিযোগে গ্রেপ্তার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারি » আশুলিয়ায় শ্রমিকদের উসকানির অভিযোগে গ্রেপ্তার ৫
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪



আশুলিয়ায় শ্রমিকদের উসকানির অভিযোগে গ্রেপ্তার ৫

সাভারের আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষে পোশাক শ্রমিকদের উসকানির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ছাড়াও এদিন অন্য মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উসকানির অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন—দেওয়ান আব্দুল হাই (৫২), রনি (২৭), মো. জহিরুল ইসলাম (২৪), শাহাপরান (৩৩), মো. রাব্বি মিয়া (২৫)।

পুলিশ জানায়, আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষে কারখানা ও গাড়ি ভাঙচুর করেছে একটি কুচক্রী মহল। এ মহল শ্রমিকদের বিভিন্নভাবে উসকানি দিয়ে আশুলিয়ায় অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি করছে। এতে আশুলিয়া শিল্পাঞ্চলে পোষাক খাতে শ্রমিক ও মালিকদের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে। এতে আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মপরিবেশ নষ্ট হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় উসকানিদাতা হিসেবে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫৩   ১৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ