চলতি সপ্তাহে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এ কথা জানায়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে শুক্রবারের হামলায় ইতোপূর্বে ৩৭ জনের মৃত্যুর কথা জানানো হয়,‘এখন তা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে।’ সেখানে ‘টানা তৃতীয় দিনের মতো ধ্বংসস্তুপ অপসারণের কাজ অব্যাহত রয়েছে’ এবং কিছু মৃতদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা ব্যবহার করা হবে।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪৫ ১০ বার পঠিত