যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩
সোমবার, ১২ জুন ২০২৩



যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড শহরের একটি বাড়িতে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১১ জুন) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে।

সোমবার (১২ জুন) বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আনাপোলিসের পুলিশ প্রধান এডওয়ার্ড জ্যাকসন বলেছেন, স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে জরুরি কলে আনাপোলিসের প্যাডিংটন প্লেসের ১০০০ ব্লকের একটি বাড়িতে বন্দুক হামলার খবর পায় পুলিশ।

তিনি বলেন, ‘এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন ও তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত তিনজনের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।’

পুলিশ প্রধান বলেন, কী কারণে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। তবে বাড়ির বাইরেই নিহতের মরদেহ পাওয়া যায়।

এক বিবৃততে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৯:০৩   ৫৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৩৮ জন নিহত ১০২ জন আহত
মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক
পুতিনের সাথে আলোচনায় বসবেন কাতারের আমির
ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় ঐতিহাসিক চুক্তিতে পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশগুলো
বিক্ষোভের মধ্যেই সার্বিয়ায় নতুন সরকার



আর্কাইভ