অর্থনৈতিক সংস্কারে মার্কিন প্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হবে: উপদেষ্টা

প্রথম পাতা » অর্থনীতি » অর্থনৈতিক সংস্কারে মার্কিন প্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হবে: উপদেষ্টা
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪



অর্থনৈতিক সংস্কারে মার্কিন প্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হবে: উপদেষ্টা

অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আগামীকাল রোববার (১৫ সেপ্টেম্বর) বৈঠক হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘অর্থ আইন, ২০২৪- এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনীত পরিবর্তনগুলোর ওপর আলোচনা সভায় এ কথা জানান তিনি।

ড. সালাহউদ্দিন বলেন, মার্কিন ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে রোববার বৈঠক হবে। তাদের সামনে আমরা অবস্থান তুলে ধরব। সংস্কার কাজে তাদের কাছে সহযোগিতা চাওয়া হবে।

তবে বিদেশি ঋণে ঝুঁকে না পড়ে নিজস্ব উৎস থেকেও অর্থের সংস্থানে জোর দেয়ার আহ্বান জানান এই উপদেষ্টা। তিনি বলেন, সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন আছে। এজন্য সরকারি অর্থের অপচয় কমাতে হবে।

কর কর্মকতাদের প্রতি অর্থ উপদেষ্টা বলেন, করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়। তাদের প্রতি ন্যায়বিচার করবেন।

তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগ খুব একটা পাওয়া যাবে না। অভ্যন্তরীণ রাজস্বের ওপর নির্ভর করতে হবে। তাই রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রতা কমাতে হবে। প্রত্যক্ষ করে ফাঁকি দেয়া যায় না। কিন্তু আমাদের পরোক্ষ করে ঝামেলা আছে। কষ্ট দিয়ে কারও কাছ থেকে রাজস্ব আদায় করবেন না।

সকালে যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের সম্পর্ক জোরদার হবে এ সফরে। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উচ্চ পর্যায়ের এ দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১২:০৩:১৪   ২২ বার পঠিত  




অর্থনীতি’র আরও খবর


পুঁজিবাজারে অস্থিরতার জন্য রেগুলেটরদের দায়ী করলেন অর্থ উপদেষ্টা
কর ছাড়ের সুবিধা প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা
বাতিল হচ্ছে ৫৭ লাখ টিসিবি কার্ড, জানালেন বাণিজ্য উপদেষ্টা
নতুন সূচক যুক্ত করে মঙ্গলবার শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি
আর্থিক খাতের দুরবস্থার জন্য ‘কেন্দ্রীয় ব্যাংক দায়ী’



আর্কাইভ