জেলার কালিয়া উপজেলায় আজ বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার চাঁচুড়ী বাজারের পাশে বাবুর মাঠে এ সমাবেশের আয়োজন করে চাঁচুড়ী ও পুরুলিয়া ইউনিয়ন বিএনপি।
পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত শেখের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন বিশ্বাস-এর সঞ্চালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেনে ও সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহবায়ক সেলিস হোসেন ও সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান, চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল শেখ, পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলামিন ইসলাম মিল্টন প্রমুখ ৷
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:০৪:২৫ ১৩ বার পঠিত