পুলিশ কর্মকর্তা আরাফাতকে আশুলিয়া থানায় সোপর্দ

প্রথম পাতা » ছবি গ্যালারি » পুলিশ কর্মকর্তা আরাফাতকে আশুলিয়া থানায় সোপর্দ
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



পুলিশ কর্মকর্তা আরাফাতকে আশুলিয়া থানায় সোপর্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ডিবি পুলিশের ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতারের পর আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র‍্যাব।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে সোপর্দ করা হয়।

এর আগে ভোরে ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাবের একটি যৌথ দল।

গ্রেফতার আরাফাত হোসেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে সাভারে কর্মরত ছিলেন।

র‍্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ইন্সপেক্টর আরাফাতের উপস্থিতি সনাক্ত করা গেছে।

ঘটনার পর থেকে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর এলাকায় একটি বাসায় আত্মগোপনে থাকা অভিযুক্ত ইন্সপেক্টর আরাফাতকে আটক করা হয়। পরে তাকে র‍্যাব-৪ এর ক্যাম্প থেকে দুপুরে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৩৯   ৩৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল



আর্কাইভ