ঈদে মিলাদুন্নবী আগমন উপলক্ষে জশনে জুলুস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঈদে মিলাদুন্নবী আগমন উপলক্ষে জশনে জুলুস পালিত
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



ঈদে মিলাদুন্নবী আগমন উপলক্ষে জশনে জুলুস পালিত

নাতে রাসুল, দরুদ সালাম এবং নারায়ে রিসালাত স্লোগানে মুখর রাজধানী। মুক্তির দিশারী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণেই এ বিশাল আয়োজন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার আয়োজনে এতে অংশ নেন মুসল্লিরা।

জাহিলিয়াতের যুগে মানবতা যখন ঘোর অন্ধকারে, ঠিক তখনই সৃষ্টিকুলের জন্য মহান আল্লাহ প্রেরণ করেন হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার আগমনে মানবতা ফিরে পায় নতুন এক জীবন।

মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পবিত্র দিনটি উদযাপন উপলক্ষে বাংলাদেশসহ বিভিন্ন দেশে পালিত হয় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী। কাদেরিয়া তৈয়েবিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে এবারও রাজধানীতে আয়োজন হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। জশনে জুলুস গণভবন-আসাদগেট হয়ে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা।

১৯৭৪ সালে বাংলাদেশে সর্বপ্রথম এ জশনে জুলুসের আয়োজন করা হয়। এবার ছিল তার ৫১তম আয়োজন।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর আগমন উপলক্ষে যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীতে পালিত হয়েছে জশনে জুলুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান থেকে আগত আল্লাহর রসুলের বংশধরেরা। র‍্যালিতে অংশ নিয়ে দেশের বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদ জানিয়ে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন মুসল্লিরা।

বাংলাদেশ সময়: ১৫:২০:৪৪   ১৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ