নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) নতুন সভাপতি হয়েছেন মডেল গ্রুপের এমডি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান। গতকাল বুধবার দুুপুরে চেম্বারের বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিতে মাসুদুজ্জামানকে নতুন সভাপতির দায়িত্ব দেয়া হয়। মাসুদুজ্জামান একজন বিশিষ্ট ব্যবসায়ী, সিআইপি, মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেনস ব্যাংক পিএলসির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের জরুরি সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম এবং নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। এ ছাড়া উপস্থিত ছিলেন পরিচালক মো: সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান, মহসিন রব্বানী, তারেক সালাউদ্দিন, মোহাম্মদ আবু জাফর, মো: সেলিম হোসেন, সোহেল আক্তার, আশিকুর রহমান, মো: জাকারিয়া ওয়াহিদসহ এনসিসিআইর অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
দায়িত্ব গ্রহণ করে এনসিসিআইর নতুন সভাপতি মাসুদুজ্জামান বলেন, আমাদের নারায়ণগঞ্জে সব স্তরের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে, সেই জন্য আমরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করব। সব শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে আমরা কাজ করব। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা এই দেশপ্রেমিকদের নিয়ে আমাদের সব কার্যক্রম করব।
তিনি বলেন, বর্তমান বাংলাদেশে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতায় ব্যবসায়ীদের অনুরোধে, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম কাজই থাকবে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা। কেননা ব্যবসায়ীরা ব্যবসা করবে সেই পরিবেশটা বজায় রাখা জরুরি। আমি সবাইকে ধন্যবাদ জানাই; তারা আমাকে এমন একটি দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা চাই। আমরা আমাদের শিল্পকলকারখানায় উৎপাদন অব্যাহত রাখব।
বাংলাদেশ সময়: ২১:৪০:৫৯ ১৩ বার পঠিত