সিরাজগঞ্জে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিরাজগঞ্জে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৫
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪



সিরাজগঞ্জে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৫

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রবিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মবয়রা গ্রামের রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এসিআই ফুড কারখানার সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়। তাদের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:২১:৩৪   ২৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ