টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ

প্রথম পাতা » চট্রগ্রাম » টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি’র সদস্যরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মিজজির পাড়ায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা মাদকের চালানটি জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে মিয়ানমার থেকে মাদকের চালান বাংলাদেশে পাচার হওয়ার গোপন সংবাদ ছিল। বিজিবির সদস্যরা মিজজির পাড়ায় কৌশলে অবস্থান করেছিল। দুই ব্যক্তি সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে ২টি প্লাস্টিকের ব্যাগ ফেলে মিয়ানমারে পালিয়ে যায় তারা। টহলদল ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে রাখা ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪৭   ১৮ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ