যশোরে সোহাগ হত্যা মামলায় জড়িত সেই মনিরুল গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » যশোরে সোহাগ হত্যা মামলায় জড়িত সেই মনিরুল গ্রেফতার
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



যশোরে সোহাগ হত্যা মামলায় জড়িত সেই মনিরুল গ্রেফতার

যশোরের কেশবপুরে ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়জিদ হত্যা মামলায় জড়িত মনিরুল শেখকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা ইজিবাইকটিও উদ্ধার করা হয়।

আটক মনিরুল শেখ কেশবপুর উপজেলার হাসানপুর দক্ষিণপাড়ার হাবিবুর শেখের ছেলে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ভোরে কেশবপুরের বুড়িহাটি গ্রামের হায়দার আলীর ছেলে সোহাগ হোসেন বায়জিদকে (২৪) অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে হাসানপুর থেকে সাতক্ষিরা ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করেন।

এরপর তাকে নিয়ে রওয়ানা দিলে পথিমধ্যে কেশবপুর উপজেলার কাবিলপুর পৌঁছালে বায়েজিদকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর মরদেহ রাস্তার পাশে পুকুরে ফেলে দিয়ে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যান দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহত বায়োজিদের বাবা বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেন।

এরপর ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেফতার ও ছিনতাই করা ইজিবাইক উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মনিরুল ছাগল ব্যবসায়ী পরিচয় দিয়ে সাতক্ষিরা ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া করেন। হাসানপুর বাজার থেকে ধনপোতা ঘেরের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে চালক সোহাগের গলায় ছুরিকাঘাত করে হত্যা করে মরদেহ রাস্তার পাশে পানিতে ফেলে দেন। এরপর ইজিবাইকটি নিয়ে শিকড়ি গ্রামে খোকনের বাড়িতে রেখে বিক্রির চেষ্টা করেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:০৬   ৩০ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ