বিমানের নতুন এমডি সাফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিমানের নতুন এমডি সাফিকুর রহমান
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



বিমানের নতুন এমডি সাফিকুর রহমান

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক-এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও করা হয়েছে বিমানের সাবেক পরিচালক মো. সাফিকুর রহমানকে।

বিমানের বিপণন ও বিক্রয়-বিষয়ক সাবেক পরিচালক সাফিকুর দীর্ঘ কর্মজীবন শেষে ২০১৭ সালে অবসরে যান।

আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তবর্র্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারের বিভিন্ন দপ্তরে রদবদলের মধ্যে গত ১৯ অগাস্ট বিমানের চেয়ারম্যান করা হয় সংস্থাটির সাবেক চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে।

২৭ অগাস্ট বিমানের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়, যারা বুধবার সাফিকুরকে এমডি ও সিইও হিসেবে বেছে নিয়েছে।

সাফিকুর ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পেশাজীবনে বিমান বাংলাদেশ এয়ারলাইননের প্রশাসন ও মানবসম্পদ বিষয়ক পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট বিষয়ক পরিচালক এবং বিপণন ও বিক্রয় বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজার্ভেশন, কার্গোসহ কয়েকটি শাখায় কাজ করেছেন সাফিকুর। বিমানের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাফিকুর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে মার্কেটিংয়ে এমবিএ এবং ২০১১ সালে অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টার থেকে এভিয়েশন নিয়ে একাধিক ডিপ্লোমা ও ট্রেনিং করেছেন সাফিকুর।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৫১   ২২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ