বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারি » বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ
রবিবার, ১১ জুন ২০২৩



বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ

বরগুনার পাথরঘাটায় ৫ মণ হরিণের মাংস জব্দ করেছে নৌপুলিশ।

শনিবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে বলেশ্বর নদীর চরদুয়ানি খাল এলাকা থেকে মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি নৌপুলিশের সদস্যরা।

নৌপুলিশ জানায়, নিয়মিত টহলের সময় বলেশ্বর নদীর চরদুয়ানি খাল এলাকায় কয়েকজন লোককে একটি ট্রলার থেকে বস্তা নামাতে দেখে টহল দলের সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি ট্রলার ও বস্তা ফেলে লোকজন পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৫ মণ হরিণের মাংস জব্দ করা হয়।

এ বিষয়ে চরদুয়ানি নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম সরদার জানান, বিষয়টি বন বিভাগকে অবগত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০০:২৮   ৬৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী
তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন



আর্কাইভ