আগামীদিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে - গোলাম মোহাম্মদ কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারি » আগামীদিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে - গোলাম মোহাম্মদ কাদের
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪



আগামীদিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে - গোলাম মোহাম্মদ কাদের

বাংলাদেশের নিযুক্ত অষ্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাই কমিশনার মিসেস নারদিয়া সিম্পসনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্ম কাদের অষ্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাই কমিশনারের গুলশানের বাসভবনে গেলে তাঁকে স্বাগত জানান মিসেস নারদিয়া সিম্পসন।

দুপুর ১২টা ৩০ থেকে ২টা ২০ পর্যন্ত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন তারা। এসময় বন্ধুপ্রতিম দুটি দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও কথা হয়েছে। বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের অগ্রগতিতে অষ্ট্রেলিয়া পাশে থাকবে। আপ্যায়ন শেষে মিসেস নারদিয়া সিম্পসন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্ম কাদের এর সাফল্য ও সুস্থতা কামনা করেছেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:০৩   ২৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ