আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
দেশটির সংবাদমাধ্যম নর্থইস্ট টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। এ সময় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করায় তিন বাংলাদেশিকে আটক করা হয়।
বিএসএফের কর্মকর্তারা বলেছেন, ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালিয়েছেন কয়েকজন বাংলাদেশি। পরে বিএসএফের সদস্যরা তাদের বাধা দেন এবং তিনজনকে আটক করেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫৩ ১২ বার পঠিত