ঝালকাঠিতে আন্দোলনে নিহত ৮ পরিবারকে জামায়াতের সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঝালকাঠিতে আন্দোলনে নিহত ৮ পরিবারকে জামায়াতের সহায়তা
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪



ঝালকাঠিতে আন্দোলনে নিহত ৮ পরিবারকে জামায়াতের সহায়তাঝালকাঠিতে আন্দোলনে নিহত ৮ পরিবারকে জামায়াতের সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ৮ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ছাত্র-জনতা ঐক্য সমাবেশের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী।

জেলার চার উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থী ও চাকুরীজীবীসহ নিহত মোট ৮ জনের পরিবারের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাপ পরওয়ার। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী, দুজন চাকুরীজীবী, দুজন শ্রমিক, একজন ব্যবসায়ী ও একজন ভাড়ায় গাড়ি চালাতেন।

নগদ অর্থ প্রদান ও ছাত্র-জনতা ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাপ পরওয়ার বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে থাকবে। জাতি এটা দিয়ে শিক্ষা নিবে শেখ হাসিনা কিভাবে হায়েনার মতো মানুষের ওপর নির্যাতন, নিষ্পেষণ, শোষণ চালিয়েছিল। গুম, খুন, অপহরণ, আয়নাঘরের মাধ্যমে মানুষের নাভিশ্বাস উঠেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে। সেই গণ অভিশাপে এবং আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, দেশের ক্লান্তি লগ্নে ছাত্ররাই তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বারে দেশ স্বাধীন করেছে। আমরা ওই সব শহীদ পরিবারের পাশে আছি। যারা সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, ভাই হারিয়েছে তারা হাহাকার না করে মৃত্যু অনিবার্য সেটা মানতে হবে। বুকের কষ্টকে পাথর চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যাতে শহীদদেরকে আল্লাহ জান্নাতের উচ্চমাকাম দান করেন। আপনারা (অভিভাবক) সৌভাগ্যবান, আপনার সন্তানরা শাহাদাত বরণ করেছেন। আপনিও গর্বিত শহীদ পরিবারের সদস্য।

জেলা জামায়াতের আমীর এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মুয়াজজম হোসেন হেলাল, পিরোজপুর সাইদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদি, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক নেতা শেখ নেয়ামুল করীম ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৪৪   ৪৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
কুয়েতে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
হালনাগাদের তথ্য কাস্টমাইজেশনে সহায়তা করবে ইউএনডিপি : ইসি সচিব



আর্কাইভ