আওয়ামী লীগের শাসনামলকে ভয়াবহ সময় আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা সেটি থেকে বেরিয়ে এসেছি। এখন সবাই মিলে এমন বাংলাদেশ নির্মাণ করব, যাতে এটি চিরতরে যেন গণতান্ত্রিক রাষ্ট্র হয়। প্রতিবার নির্বাচন এলে যাতে মারামারি করতে না হয়।’
রবিবার (২৫ আগস্ট) বিকাল তিনটায় নগরের পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সিলেটে’র হলরুমে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাসচিব বলেন, ‘রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, তবে সেটি অনির্দিষ্টকালের জন্য নয়।’
আওয়ামী লীগ শাসনের ভয়াবহতা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আন্দোলনের সময় ৮৯ জন শিশুর মৃত্যু হয়েছে। আজকে পত্রিকায় দেখলাম, আপনারাই লিখেছেন। এমন একটা ভয়াবহ সরকারের হাতে আমরা পড়েছিলাম, যারা শিশু, কিশোর, তরুণ, নারী কিছু বাছবিচার করেনি।
ক্ষমতায় টিকে থাকতে যাকে সামনে পেয়েছে, মেরেছে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেটি থেকে বেরিয়ে এসেছি। এখন সবাই মিলে বাংলাদেশকে নির্মাণ করি, যাতে এটি যেন চিরতরে গণতান্ত্রিক রাষ্ট্র হয়।’
রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে, পুলিশ প্রশাসনকে একদম ভেঙে দিয়ে, আদালতকে ভঙ্গুর করে, মিডিয়াগুলোকে দলীয় মিডিয়া পরিণত করার চেষ্টা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারা অকল্পনীয় দুর্নীতি করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।
এক কথায় বললে বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে আওয়ামী লীগ।’
বাংলাদেশের মানুষ এখন মুক্ত দাবি করে তিনি আরো বলেন, ‘আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে। মুক্ত পরিবেশে মানুষ কথা বলতে পারছে। আওয়ামী লীগের সময় মানুষ একটা কথা বলার আগে চিন্তা করত-এই শব্দ বলা ঠিক হবে কী-হবে না। এই শব্দের জন্য আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পড়তে হবে কিনা, নতুন আইনি ঝামেলায় পড়তে হবে কিনা, পুলিশ তুলে নিয়ে যায় কিনা, রিমান্ডে পড়তে হবে কিনা- সেইখান থেকে আমরা বেরিয়ে এসেছি।
বাংলাদেশ সময়: ২২:১৭:৪৫ ৩২ বার পঠিত