দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে অবশেষে ঢাকায় গান গাইতে আসছে পাকিস্তানের ব্যান্ডদল ‘জাল’।
পাকিস্তানের ব্যান্ডদল ‘জাল’-র ঢাকায় গান গাইতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ।
শুক্রবার (২৩ আগস্ট) ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করেন গহর। এর ক্যাপশনে লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। শিগগির দেখা হচ্ছে।’
২০১০ সালে সর্বপ্রথম ঢাকায় আসে ব্যান্ডদলটি। এর ঠিক ১৪ বছর পর আবারও ঢাকায় আসতে চলেছেন তারা।
‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের এ কনসার্টের আয়োজক অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। এ কনসার্টে পাকিস্তানি ব্যান্ডদল ‘জালের’ পাশাপশি গান গাইবে বাংলাদেশের কয়েকটি ব্যান্ডদলও। তবে বাংলাদেশের ব্যান্ডদলগুলোর নাম এখনও চূড়ান্ত হয়নি।
আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হবে কনসার্টটি। বিকেল ৫টায় দর্শকদের জন্য গেট খুলে দেয়া হলেও মূল আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়। এ কনসার্টে অংশ নিতে দর্শকদের টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা।
বাংলাদেশ সময়: ১১:৪৯:২৬ ১৫ বার পঠিত