বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রায় পৌনে এক ঘণ্টা এই বৈঠক চলে।
বৈঠকে বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আওয়ামী লীগের সরকারের সময়ে সুইস ব্যাংকে পাচারকৃত অর্থ ফেরত দেওয়া-আনাসহ সাংবিধানিক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, ‘‘আজকে সুইস অ্যাম্বাসাডর উনি এসেছেন দেখা করতে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রোডম্যাপ… বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ কি…. রাজনৈতিক-অর্থনৈতিক সার্বিক বিবেচনায় আমাদের দেশ কোন দিকে যাচ্ছে সে বিষয়ে আমাদের মতামতটা জানতে চেয়েছেন। বিএনপির চিন্তা-ভাবনা কী ভবিষ্যতে।”
খসরু বলেন, ‘মূলত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিসহ যেসব রাষ্ট্রীয় কাঠামো ভেঙে গেছে… যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে… এখান থেকে কী পথ? আমরা কী চিন্তা করছি? আর ওরা (সুইজারল্যান্ড) কী করতে পারে এই ব্যাপারে।
ওনারা জানতে চেয়েছে। বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি, গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে, গণতন্ত্রকে সঠিক অর্ডারে ফিরিয়ে আনার ব্যাপারে যে কাজগুলো করা দরকার, যে প্রতিষ্ঠানগুলো দরকার, সেগুলোতে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
বাংলাদেশ সময়: ১৫:২০:২৯ ২০ বার পঠিত