অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। সূত্র জানিয়েছে, দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকে।
বন্যায় দেশের ৬ জেলায় এখন পর্যন্ত অন্তত ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পেয়েছে মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৫:১২:৪৫ ১৯ বার পঠিত