বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) - এর প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
গত সোমবার রাতে বিসিসি’র প্রশাসক হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইসরাইল হোসেন, সচিব মাসুমা আক্তার, প্রধান রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ জুয়েল।
প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর বিসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন, সিটির জনগুরুত্বপূর্ণ সকল কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এরপর পর্যায়ক্রমে প্রায় সকল কাজ করা হবে। সিটির বন্ধ হয়ে থাকা প্রায় সকল কাজগুলোও শুরু করা হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রায় ৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ ৩০টি ওয়ার্ডের প্রায় ১০ জন কাউন্সিলর।
উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ,২০২৪’ এর ধারা ১৩ক প্রয়োগ করে প্রথম প্রজ্ঞাপনে বাংলাদেশের সিটি কর্পোরেশন সমূহের মেয়রদেরকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে। একইসাথে অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে ২য় প্রজ্ঞাপনের মাধ্যমে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:২২:৩৯ ১০ বার পঠিত