লিগ ওয়ান: জয় দিয়ে এমবাপ্পে পরবর্তী যুগ শুরু করলো পিএসজি

প্রথম পাতা » খেলা » লিগ ওয়ান: জয় দিয়ে এমবাপ্পে পরবর্তী যুগ শুরু করলো পিএসজি
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



লিগ ওয়ান: জয় দিয়ে এমবাপ্পে পরবর্তী যুগ শুরু করলো পিএসজি

লে হাভরেকে ৪-১ গোলে বিধ্বস্ত করে পিএসজি কিলিয়ান এমবাপ্পে পরবর্তী যুগের দূরন্ত সূচনা করেছে। মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেবার পর এটাই পিএসজির প্রথম কোন প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ।
লে হাভরের স্তাদে ওশেনে লি ক্যাং তিন মিনিটে পিএসজিকে এগিয়ে দেন। বিরতির পরপর গুইটার লোরিস স্বাগতিকদের সমতায় ফেরান। কিন্তু ওসমানে ডেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও রানডাল কোলো মুয়ানির শেষ ছয় মিনিটের গোলে ফরাসি চ্যাম্পিয়নদের বড় জয় নিশ্চিত হয়।
লুইস এনরিকের দলের তিন বদলী খেলোয়াড় ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন। গত মৌসুমে কোনমতে রেলিগেশন এড়ানো লে হাভরে শেষ পর্যন্ত আর কোন প্রতিরোধই গড়তে পারেনি।
পিএসজির স্প্যানিশ কোচ এনরিকে বলেছেন, ‘এটা মৌসুমের প্রথম জয়। শুরুটাও ভাল হয়েছে। ম্যাচে চড়াই উৎরাই ছিল। কিন্তু বদলী খেলোয়াড়রা ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’
ফরাশি তিন তারকা কোলো মুয়ানি, ডেম্বেলে ও বারকোলা প্রত্যেকেই বদলী বেঞ্চ থেকে ম্যাচ শুরু করেছেন। পর্তুগাল মিডফিল্ডার হুয়াও নেভেস বেনফিকা থেকে ৬৯.৯ মিলিয়ন ইউরোতে পিএসজিতে আসার পর কাল বিরতির পর পিএসজির জার্সি গায়ে অভিষিক্ত হয়েছেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে জসুয়া কাসিমিরের গোলে লে হাভরে এগিয়ে গিয়েছিল। কিন্তু হ্যান্ডবলের কারনে ভিএআর সেই গোল বাতিল করে দেয়।
এমবাপ্পের বিদায়ে পিএসজি এখনো সেই মানের কোন বড় তারকাকে দলে ভেড়ায়নি। গত মৌসুমে ৪৪ গোল করা এমবাপ্পে সাত বছরের সম্পর্ক শেষে জুনে মাদ্রিদে পাড়ি জমান। যাবার আগে ক্লাব রেকর্ড ২৫৬ গোল উপহার দিয়ে গেছেন। গত মৌসুমে এমবাপ্পেকে সাথে নিয়ে ঘরোয়া সব শিরোপা জয় করার পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছে পিএসজি। এবার এমবাপ্পেকে ছাড়া সেই ধারাবাহিকতা ধরে রাখাই এনরিকের সামনে মূল চ্যালেঞ্জ।
কালকের ম্যাচে এনরিকে তার মূল দলের অনেককেই পায়নি। লেফট-ব্যাক নুনো মেনডেস নিষেধাজ্ঞায় আছেন, স্পেনের হয়ে ইউরো জয়ী ফাবিয়ান রুইজ এখনো মাঠে ফিরতে প্রস্তুত নন। লেফট উইংয়ে অভিষেক হয়েছে ১৬ বছর বয়সী ইব্রাহিম এমবায়ের। ইয়োরাম জাগুয়ে ও ওয়ারেন জেইরে-এমেরির সাথে তৃতীয় টিনএজার হিসেবে কাল পিএসজিতে খেলেছেন এমবায়ে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:১৩   ১৭ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ