ছাঁটাই বন্ধের দাবিতে অপসোনিন ফার্মার শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারি » ছাঁটাই বন্ধের দাবিতে অপসোনিন ফার্মার শ্রমিকদের সড়ক অবরোধ
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



ছাঁটাই বন্ধের দাবিতে অপসোনিন ফার্মার শ্রমিকদের সড়ক অবরোধ

জোর করে ওভারটাইম করানো ও অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের শ্রমিকরা। শনিবার (১৭ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর রুপাতলী এলাকার শহিদ আব্দুর রব সেরনিয়াবাত টোল প্লাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে সমর্থন জানিয়ে যোগ দেওয়া জেলা বাসদের সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী বলেন, গত কয়েকদিন ধরে অপসোনিন ফার্মা লিমিটেডের শ্রমিকরা তাদের অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করাসহ ৯ দফা ন্যায্য দাবির কথা তুলে ধরছেন কর্তৃপক্ষের কাছে। শ্রমিকরা এর আগে ১৫ আগস্ট অবস্থান কর্মসূচিও পালন করেন। তবে দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ কোনো ভূমিকা না রাখায় কোম্পানির সব কয়টি ইউনিটের শ্রমিকরা আজ সড়কে নেমেছেন।

শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। ন্যায্য দাবির কথা তুলে ধরলেই কোম্পানির কর্মকর্তারা তাদের চাকরিচ্যুত করেন।

শ্রমিক বিক্ষোভের বিষয়ে কোম্পানির কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে তারা বলেছেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮:৪১:৩২   ১৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ