বঙ্গভবনে উপদেষ্টাদের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারি » বঙ্গভবনে উপদেষ্টাদের বৈঠক
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪



বঙ্গভবনে উপদেষ্টাদের বৈঠক

নতুন চার উপদেষ্টার শপথ গ্রহণের পর বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে এই বৈঠক শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গভবনে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নেওয়া চার উপদেষ্টা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান।

শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিন বাহিনীর প্রধান এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। শুক্রবার নতুন চারজন উপদেষ্টা শপথ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৩৪   ২৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সর্বোত্তম পেতে গিয়ে যেন উত্তমকে হারিয়ে না ফেলি: দেবপ্রিয়
সেন্টমার্টিনে সাগরে বিকল পর্যটকবাহী জাহাজ, পরে উদ্ধার
ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : ড. ইউনূস
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন সম্ভব নয় : আলী রীয়াজ
আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন, দণ্ডিত হলে শেখ হাসিনা পারবেন না : অ্যাটর্নি জেনারেল



আর্কাইভ