ডেঙ্গু নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন হাসান আরিফ

প্রথম পাতা » ছবি গ্যালারি » ডেঙ্গু নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন হাসান আরিফ
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪



ডেঙ্গু নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন হাসান আরিফ

ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রোগ্রাম চলমান রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসারকে ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে যা প্রয়োজন সেটা তিনি করবেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টার অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্ষমতার পালাবদলে মাঝখানে যেহেতু একটা বিরতি ছিল। অনেক জায়গাতেই মেয়র নেই। ডেঙ্গুর বিষয়ে বিশেষ করে ঢাকা সিটিতে যেহেতু ফোকাস থাকে, সেখানে প্রোগ্রাম চলমান রয়েছে। যেহেতু এখন নতুন করে ক্ষমতা দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার যেখানে যা প্রয়োজন সেটা করবেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রথম বিষয় হচ্ছে কাজে গতিশীলতা আনয়ন করা। দ্বিতীয়ত রেজাল্ট ওরিয়েন্টেড গতিশীলতা আনা। সিটি কর্পোরেশন থেকে ডেঙ্গুর বিষয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে বসবো, প্রিভেন্টিভ মেজার কী নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করব।

হাসান আরিফ বলেন, সিটি কর্পোরেশন থেকে না হয় বিভিন্ন ডোবা-নালায় ওষুধ ছিটানো হল, বাসা-বাড়ির ছাদে, জানালার টবে যে পানি জমে সেখানে নাগরিক সচেতনতা প্রয়োজন। এই সচেতনতার জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, কোভিডের (করোনা) সময় আমরা যে আস্ফালন শুনেছিলাম, আমাদের কাছে ৫০ কোটি মাথা ধরা ট্যাবলেট রয়েছে, যেটা দিয়ে আমরা করোনা মোকাবিলা করব, সেই অবস্থা যেন আর না হয়। সেই বিষয়ে আমরা সচেতন রয়েছি। হেলথ সেক্টরের সঙ্গে আমরা কো-অর্ডিনেট করব।

বাংলাদেশ সময়: ১৭:০৮:১৮   ১৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ