পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনী নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনী নিহত
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪



পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনী নিহত

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় দুজন ফিলিস্তিনী নিহত হয়েছে। উভয়পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নাবলুস শরণার্থী ক্যাম্পের বালাটায় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় ১৮ ও ২০ বছরের দুজন ফিলিস্তিনী নিহত এবং আরো সাতজন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা আশংকাজনক।
ফিলিস্তিনের সরকারি ওয়াফা বার্তা সংস্থা থেকে বলা হয়েছে, আহতদের মধ্যে একজন নারী ও একজন শিশুও রয়েছে। ড্রোন থেকে এ হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হামলায় দুই জঙ্গী নিহত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নাবলুসে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় দায়িত্বরতদের জন্যে হুমকি সৃষ্টিকারী দুজন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমতীরে সহিসংতা বেড়েছে। এ সময়ে ইসরায়েলি হামলায় অন্তত ৬২৭ ফিলিস্তিনী নিহত হয়েছে। এছাড়া এ সময়ে অন্তত ১৮ ইসরায়েলি প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:০৭   ২০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ