মেসিবিহীন মিয়ামিকে বিদায় করে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে কলম্বাস

প্রথম পাতা » খেলা » মেসিবিহীন মিয়ামিকে বিদায় করে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে কলম্বাস
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



মেসিবিহীন মিয়ামিকে বিদায় করে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে কলম্বাস

দ্বিতীয়ার্ধে দিয়েগো রোসির দুই গোলে কলম্বাস ক্রু বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামিকে ৩-২ ব্যবধানে পরাজিত করে লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
উরুগুইয়ান ফরোয়ার্ড ৬৯ মিনিটে স্বাগতিক ক্রুকে সমতায় ফেরান। এরপর ৮০ মিনিটে জয়সূচক গোল করে মিয়ামির বিদায় নিশ্চিত করেন।
মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি গোঁড়ালির ইনজুরির কারনে আজকের ম্যাচেও সাইডলাইনে ছিলেন। গত মাসে কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে জয়ের ম্যাচে ডান গোঁড়ালিতে আঘাত পেয়েছিলেন। এখনো পর্যন্ত তিনি মিয়ামির অনুশীলনে ফিরতে পারেননি।
এই জয়ের ফলে বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন ক্রু আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হবে। নিউ ইয়র্ক শেষ ষোলতে ২-১ গোলে টাইগার্সকে পরাজিত করেছে।
প্যারাগুইয়ান মিডফিল্ডার মাতিয়াস রোয়া ইন্টার মিয়ামিকে ১০ মিনিটে এগিয়ে দিয়েছিলেন। সতীর্থ দিয়েগো গোমেজ ৬২ মিনিটে মিয়ামির ব্যবান দ্বিগুন করেন। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ৬৭ মিনিটে ক্রুর হয়ে এক গোল পরিশোধ করেন। এরপর রোসির জোড়া গোলে জয় নিশ্চিত হয়।
এমএলএস ও এমএক্স মেক্সিকান লিগের শীর্ষ দলগুলো এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। মেসির নেতৃত্বে গত বছর প্রথমবারের মত আয়োজিত টুর্নামেন্টে মিয়ামি শিরোপা জয় করেছিল।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩২   ১৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ