মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য আটক

প্রথম পাতা » খুলনা » মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য আটক
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ আগস্ট) বিকেলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি তাকে আটক করে।

আটক পিভি জন সিলভার রাজ তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুদু থানার আনগুনগর গ্রামের বাসিন্দা।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির পরিচালক মো.আজিজুস শহীদ।

তিনি জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। এরপর গত ১৩ জুন আদালত থেকে জামিন পেয়ে পলাতক ছিলেন পিভি জন। সবশেষ গত সোমবার (১২ আগস্ট) বিকেলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করলে আবারও তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানা কর্তৃক সন্ধ্যায় আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করলে রাতেই তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পরে রাত ৮টার দিকে আটককৃত ভারতীয় ওই পুলিশ সদস্যকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় বলে জানান ৫৮ বিজিবির পরিচালক আজিজুস শহীদ।

বাংলাদেশ সময়: ২১:৪২:৩৯   ২৪ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ