সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ, যা বললেন সমন্বয়করা

প্রথম পাতা » ছবি গ্যালারি » সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ, যা বললেন সমন্বয়করা
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ, যা বললেন সমন্বয়করা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ভূমি দখলসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। তবে যারা এসব কাজ করছে, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া একটি ভিডিওবার্তায় দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং বিচার নিশ্চিত করব।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সমন্বয়ক বা সহ-সমন্বয়ক এগুলো স্বেচ্ছাসেবক। তারা কোনো বিশেষ সুবিধা দাবি করতে পারেন না, এই জায়গাটা খুবই স্পষ্ট।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা সমন্বয়ক বা সহ-সমন্বয়ক কোনো কমিটি দিচ্ছি না। এ ধরনের কোনো পরিকল্পনাও নেই।’

অন্যদিকে সমন্বয়ক পরিচয়ে কেউ একদলীয় শাসন কায়েম করতে চাইলে তাদেরকে বয়কট করার আহ্বান জানিয়েছেন আরেক সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, ‘ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য সমন্বয়কদের নাম ভাঙিয়ে কেউ যদি বাকশাল কায়েম করতে চায়, তাদের চিনে রাখুন, বয়কট করুন। তারা আমাদের কেউ নয়।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪১   ১৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রূপগঞ্জে নিজ দলের হামলায় ছাত্রদল নেতা পাভেল নিহত
আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল



আর্কাইভ