মুন্সীগঞ্জে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » মুন্সীগঞ্জে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪



মুন্সীগঞ্জে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ

মুন্সীগঞ্জে কর্মস্থলে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন শিক্ষার্থীরা। টানা কয়েকদিনের কর্মবিরতির পর ডিউটিতে ফিরেছেন পুলিশ বাহিনীর সদস্যরা। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানসহ পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় কুশলাদিও বিনিময় করেন। জেলার ৭টি থানার মধ্যে ৬টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। শুধুমাত্র টঙ্গীবাড়ি থানার কার্যক্রম এখনও শুরু হয়নি। সদর থানার কার্যক্রম পুলিশ লাইন্সের গোলঘরে শুরু হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও পুলিশ উভয়ই এই সময় নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে পুলিশের কর্মবিরতির কারণে ভেঙে পরে ট্রাফিক ও আইনশৃঙ্খলা ব্যবস্থা। শিক্ষার্থীরাই ট্রাফিকের দায়িত্ব নিয়ে যানবাহন চলাচল ও সড়কে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবার অনেক শিক্ষার্থী দেশটাকে ঢেলে সাজাতে দেয়ালে দেয়ালে প্রতিবাদী শ্লোগান লিখছে। পরিষ্কার করছেন বিভিন্ন স্থান ও রাস্তা। ছাত্র-জনতা ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:২৮   ১৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ