জেলায় আজ বগুড়া জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালায়ের সভা কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন লে. কর্নেল জুয়েল হাসান, জেলার পুলিশ সুপার জাকির হাসান, জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, ডা. এসনসি বাড়ই, জামায়াত নেতা আবিদুর রহমান, জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা নিয়তি সরকার নিতু প্রমুখ।
বগুড়ার জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় সকল ধর্মের মানুষের শান্তিপূর্ন সহাবস্থান নিশ্চিত করতে আহ্বান জানান হয়।
বাংলাদেশ সময়: ১৭:৪০:৪০ ১২ বার পঠিত