শপথ নিলেন আরও দুই উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারি » শপথ নিলেন আরও দুই উপদেষ্টা
রবিবার, ১১ আগস্ট ২০২৪



শপথ নিলেন আরও দুই উপদেষ্টা

শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম দেশের বাহিরে থাকায় আজ শপথ নিতে পারেননি।

এর আগে বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাত সোয়া ৯টার পর অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান।

প্রধান উপদেষ্টা হিসেবে এই সরকারের নেতৃত্ব দেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। এই যাত্রায় উপদেষ্টা হিসেবে তার সঙ্গে রয়েছেন আরও ১৬ জন।

তবে ঢাকার বাইরে থাকায় ওইদিন তিনজন উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে দুজন আজ শপথ নিলেন।

বাংলাদেশ সময়: ১৪:১০:৫১   ১২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার



আর্কাইভ