ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

প্রথম পাতা » ছবি গ্যালারি » ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
রবিবার, ১১ আগস্ট ২০২৪



ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১১ আগস্ট) রাজধানীর দিলকুশায় এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, সকালে ব্যাংকে ডাকাত, লুটেরা, দখলদার এবং তাঁবেদারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ব্যাংকারসমাজের প্রতিবাদ সমাবেশ শুরু হয়। এ সময় এস আলমের ভাড়াটে লোকজন হামলা চালায়।

তারা বলছেন, প্রতিবাদ সমাবেশে দুর্বৃত্তরা গুলি চালালে ৪ জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন আরও ৫ জন। তাদের অবস্থা গুরুতর।

গুলিবিদ্ধরা হলেন: ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান, বাকী বিল্লাহ। আহত পাঁচজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের কর্মীরা ‘বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ’ ব্যানারে ব্যাংক ডাকাত, লুটেরা ও তাঁবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এর আগে সরকার পরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিন গত মঙ্গলবার (৬ আগস্ট) বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। ব্যাংকটি আবারও জামায়াতে ইসলামী নিয়ন্ত্রণে নেয়।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:১৩   ১২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ