জামালপুর জেলা কারাগারে দুই ঘণ্টা ধরে থেমে থেমে গুলি চলছে৷ আগুন দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে। এসময় তিনজন কারারক্ষী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা কারাগারে হামলা করে একদল দুর্বৃত্ত। এখানো সেখানে গুলি চলছে।
আহত কারারক্ষীরা হলেন- রোকনুজ্জামান, সাদেক আলী ও জাহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, দুপুরে ভেতরে কারাবন্দিরা তাদের নিজেদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেন। পরে কারাগারের ভেতরের একটি ফটক ভেঙে ফেলেন তারা। এরপর দ্বিতীয় ফটক ভাঙার সময় কারারক্ষীরা তাদের আটকানোর চেষ্টা করতে ফাঁকা গুলি ছোড়েন৷ এরপর শুরু হয় একাধারে গুলি। সেনাবাহিনীর সদস্যরা কারগারের চারদিকে অবস্থান নিয়েছেন।
আট শতাধিক বন্দি রয়েছেন এ কারগারে৷ কারাবন্দিদের উদ্দেশে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:১৫:২৫ ১৫ বার পঠিত