পুলিশের শীর্ষ পদে পরিবর্তনের পর এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকেও সরিয়ে দেয়া হলো। হাবিবুর রহমানকে সরিয়ে তার জায়গায় চলতি দায়িত্ব দেয়া হয়েছে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।
বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নতুন আইজিপি নিয়োগ দেয়া হয়।
ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়েছে, তখন পুলিশের শীর্ষ পদে এসব পরিবর্তন আনা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২:৫৬:৩৯ ১২ বার পঠিত