র‍্যাবের নতুন মহাপরিচালক শহিদুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারি » র‍্যাবের নতুন মহাপরিচালক শহিদুর রহমান
বুধবার, ৭ আগস্ট ২০২৪



র‍্যাবের নতুন মহাপরিচালক শহিদুর রহমান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এ কে এম শহিদুর রহমানকে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদবির এই কর্মকর্তা বর্তমানে সদর দফতরে সংযুক্ত।

বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাকে বদলির বিষয়টি জানানো হয়।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আর মাস দুয়েক আগে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৩:১৯   ২৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল



আর্কাইভ