রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারা বক্তব্য দেবেন। দেশের সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানান সাদুজ্জামান রিপন।
এদিকে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে করেন মির্জা ফখরুল।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আজ মঙ্গলবারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ২৪ ঘণ্টার মধ্যে নির্দলীয় সরকার গঠনের ব্যাপারে সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যে…চব্বিশ ঘণ্টা প্রায় হয়ে যাচ্ছে…২টার মধ্যে দয়া করে অবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।’
‘গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা’ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘দুঃখ প্রকাশ করছি, এই বিজয়ের পরে কিছুসংখ্যক দুস্কৃতিকারী তারা কয়েকটি টিভি সেন্টারে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে। এটা মুক্ত স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের চিন্তার বিরুদ্ধে। আমরা সব সময় ফ্রিডম অব প্রেসে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, ব্যক্তি, মানুষ, সংগঠন, বিশেষ করে সাংবাদিকেরা তাঁদের মত স্বাধীনভাবে প্রকাশ করবেন। সেই বিশ্বাসে আমরা মনে করি যারা এসব কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন তারা এসব থেকে বিরত থাকবেন এবং সংবাদপত্রের যে মুক্ত ধারা, তা অব্যাহত রাখবেন।’
বাংলাদেশ সময়: ২২:৩৯:৫৯ ১৬ বার পঠিত