এমপি শিমুলের পোড়া বাড়ি থেকে চার মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারি » এমপি শিমুলের পোড়া বাড়ি থেকে চার মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪



এমপি শিমুলের পোড়া বাড়ি থেকে চার মরদেহ উদ্ধার

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের কান্দিভিটুয়া মহল্লার জান্নাতি প্যালেস নামের ওই বাড়ির ছাদে একটি, তৃতীয় তলার ব্যালকনিতে একটি ও দ্বিতীয় তলার একটি কক্ষে দুটি মরদেহ পড়েছিল বলে খবর পাওয়া গেছে।

বিভিন্ন সূত্রে জানামতে নিহতরা হলেন- নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব খান (১৭), তালতলা এলাকার বকুল হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম হোসেন (১৯), বড়গাছা এলাকার আব্দুল মজিদের ছেলে শফিকুল ইসলাম মোহন (২০) ও মল্লিকহাটি এলাকার ফজের আলীর ছেলে ইয়াসিন আলী (২০)। নিহতদের মধ্যে আকিব এবার এসএসসি পাস করেছে। তার বাবা দেলোয়ার হোসেন নাটোর সিটি কলেজের অধ্যক্ষ এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে যাওয়ার পর গতকাল সোমবার বিকেলে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার এক দিন পর মঙ্গলবার সকালে উৎসুক জনতা বাড়ির ভেতরের বিভিন্ন জায়গায় চারজনের মরদেহ দেখতে পায়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ বা অন্য কোনো বাহিনী ঘটনাস্থলে না যাওয়ায় নিহতের স্বজনরাই মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে যান।

আকিব খানের মামা তুহিন করিম গণমাধ্যমকে জানান, গতকাল বিকেলে আকিব বাড়ি থেকে শহরে বের হয়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে সংসদ সদস্য শফিকুল ইসলামের পুড়ে যাওয়া বাড়ি দেখতে গিয়ে তিনতলার বেলকনিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন এক নারী। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি আকিবের বলে শনাক্ত করেন। একপর্যায়ে বাড়ির ছাদে একটি, দ্বিতীয়তলার একটি কক্ষের মেঝেতে আরও দুজনের পোড়া মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের কাছে এমন মেসেজ নেই, আর বাইরে কাজ করার মতো পরিবেশও নেই। কাজ করার পরিবেশ তৈরি করে না দিলে পুলিশ কাজ করতে পারবে না।

উল্লেখ্য, গতকাল বিকেলের পর থেকে জেলাজুড়ে নজিরবিহীন সহিংসতার খবর পাওয়া গেছে। সিংড়ায় ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাসভবনে ভাঙচুর-লুটপাট, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ, এমপি শিমুলের ভাই সাগরের বাড়িতে অগ্নিসংযোগ, নাটোর পৌরসভার মেয়র ঊমা চৌধুরী জলির বাড়িতে ভাঙচুর, নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের বাড়ি ও বর্তমান এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর অফিস ভাঙচুর, তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধানের বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৩৮   ১২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ