নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুয়া খেলা নিয়ে বন্দুকের গুলিতে রাকিবের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুয়া খেলা নিয়ে বন্দুকের গুলিতে রাকিবের মৃত্যু
শনিবার, ২৭ জুলাই ২০২৪



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুয়া খেলা নিয়ে বন্দুকের গুলিতে রাকিবের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুয়া খেলা নিয়ে তর্কের জেরে বন্দুকের গুলিতে রাকিব হোসেন (২৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

নিহত রাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার তারা মিয়ার ছেলে। তিনি ঢাকার তেজগাঁও বেগুন বাড়ি এলাকায় রিকশা চালাতেন।

নিহতের পরিবারের দাবি, মাসুদ নামে এক সন্ত্রাসী তাকে বুকে গুলি করে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে সোনারগাঁ উপজেলায় পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ রাকিব হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন বলেন, শনিবার সকালে পাকুন্দায় কমিউনিটি হাসপাতালের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সকালে জুয়া খেলা নিয়ে তর্কের এক পর্যায়ে একজন আরেকজনকে গুলি করেছে। কিছুক্ষণ আগে আমি শুনেছি গুলিবিদ্ধ একজন মারা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসিন বলেন, বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৮:৫১:৩০   ১৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
জোড়াতালি দিয়ে চলছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল
তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের অধীনে হবে আগামী নির্বাচন
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার



আর্কাইভ