মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে জানালেন -প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

প্রথম পাতা » ছবি গ্যালারি » মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে জানালেন -প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
শনিবার, ২৭ জুলাই ২০২৪



মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে জানালেন -প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

মোবাইল অপারেটরদের সঙ্গে রোববারের (২৮ জুলাই) বৈঠকের পর মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২৭ জুলাই) গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, রোববার (২৮ জুলাই) মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে। সকাল ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ সময় মোবাইলের ফোর-জি নেটওয়ার্ক রবি বা সোমবারের (২৯ জুলাই) মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যেই ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

পাঁচ দিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়।

এরপর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:০২   ২৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ