সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি

প্রথম পাতা » চট্রগ্রাম » সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি
বুধবার, ১৭ জুলাই ২০২৪



সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি

কোটা বিরোধী আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে মোটরসাইকেল (হুন্ডা) শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্ট অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। পরে হুন্ডা শোডাউন নিয়ে শহরের বাগবাড়ি হয়ে ঝুমুর, দক্ষিণ তেমুহনী ও উত্তর তেমুহনীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ঝুমুর এলাকায় ইলিশ চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে সিনিয়র নেতারা।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা কৃষক লীগের আহবায়ক সিএম আবদুল্লাহ, জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটওয়ারী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শরীফসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৩৭   ৩১ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


চাঁদপুরে সেনাবাহিনীর হাতে ডাকাত আটক
দেশে কোনো পরিবারতন্ত্র কায়েম করতে দেওয়া হবে না : রিফাত রশিদ
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬



আর্কাইভ